বিভিন্ন কারনে বিশ্ব রাজনীতিতে আলোচনা সমালোচনায় থাকে উত্তর কোরিয়া। এবার নতুন করে একটা বিষয়ে সামনে এসেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের করোনাভাইরাসের টিকা বানানোর প্রযুক্তি হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করার চেষ্টা করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা।
তবে উত্তর কোরিয়া এই এই সাইবার অভিযানে কতটুকু সক্ষম হয়েছে এবং কতটুকু তথ্য চুরি করতে সক্ষম হয়েছে সে বিষয়ে কিছু এখনও জানা যায়নি।
দক্ষিন কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাতে উক্ত খবর জানা যায়। তারা জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক ঔষুধ কোম্পানি ফাইজারের সার্ভারে হামলা করে উত্তর কোরিয়ার হ্যাকাররা। এতে তেমন কোন তথ্য সরাতে পারেনি তারা।
উল্লেখ্য যে, গত এক বছরের মতো সময়ে সারা বিশ্ব যখন করোনা মহামারীতে নাকাল কিন্তু পৃথিবীর বড় বড় মেডিসিন কোম্পানি গুলো মিলেও যখন এই মহামারি করোনার ভ্যাকসিন আবিস্কার করতে মরিয়া ঠিক সেই সময়ে সবার থেকে মোটামোটি এগিয়ে যুক্তরাষ্ট্রের ফাইজার।