করোনাভাইরাস ছড়াতে শুরু করেছে চীনের মূল ভূখণ্ডে। বিশেষ করে, দেশটির দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে মিয়ানমার সীমান্ত–সংলগ্ন এলাকাগুলোয় নতুন করে সংক্রমণের ঘটনা বাড়ছে। এই অঞ্চলে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে মিয়ানমারকে দুষছে সংশ্লিষ্টরা।
চীনের পক্ষ থেকে বলা হচ্ছে, সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় মিয়ানমার থেকে চীনের এই অঞ্চলে করোনার ছড়িয়ে পড়ছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার চীনের মূল ভূখণ্ডে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন দেশটিতে ৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।
কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ–পশ্চিমাঞ্চলে মিয়ানমার সীমান্ত–সংলগ্ন এলাকাগুলোয় করোনা পরিস্থিতির অবনতি ঘটছে।
চিনের ইউনান প্রদেশের সীমান্তবর্তী রুইলি শহরে এরই মধ্যে করোনা ভাইরাসের ক্লাস্টার তৈরি হয়েছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী, ইউনান প্রদেশে সাতজন স্থানীয়ভাবে করোনায় সংক্রমিত হয়েছেন।